প্রয়োজনে তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীদের মাধ্যমেই রক্ত সংগ্রহ করা হবে
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১১:০৮:৫৭
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে যে রক্ত সংকটের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও অযৌক্তিক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দগ্ধ রোগীদের জন্য সব ব্লাড গ্রুপের পর্যাপ্ত স্বেচ্ছাসেবী রক্তদাতা প্রস্তুত আছেন এবং তাদের নাম, ব্লাড গ্রুপ ও যোগাযোগের নম্বর সংরক্ষিত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের রোগীদের ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা (FFP) ব্যবহারের প্রয়োজন হয়। তাই আগে থেকেই রক্ত সংগ্রহ বা মজুদ করার প্রয়োজন নেই। যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা রক্ত বা প্লাজমা দেওয়ার প্রয়োজন মনে করবেন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই এবং এমন সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কাও নেই। জনসাধারণকে অহেতুক উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কেউ যদি রক্তদান নিয়ে সংশ্লিষ্ট তথ্য জানতে চান বা দান করতে আগ্রহী হন, তারা ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবিরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ নম্বর: ০১৭৯২৭৪৪৩২৫।
স্বাস্থ্য কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, হাসপাতালগুলোতে দগ্ধদের চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে এবং রক্ত সংক্রান্ত গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।