চারজনকে হেলিকপ্টারে করে নেওয়া হয়েছে সিএমএইচে, উদ্ধারকাজ চলছে
প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ৩:২৬:০৩
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। আহত হয়েছেন আরও চারজন, যাঁদেরকে হেলিকপ্টারে করে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে, যখন বিমানটি উড্ডয়ন করে কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়। এ সময় ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন প্রথম আলোর ফটোসাংবাদিক খালেদ সরকার, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উদ্ধারকাজ ও পরিস্থিতি
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম জানান,
“দুর্ঘটনার পরপরই আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়ে ভবনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।
আইএসপিআরের বিবৃতি
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,
বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান ছিল। এটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং অল্প সময় পরেই বিধ্বস্ত হয়।
তদন্ত কমিটি গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সংশ্লিষ্ট সূত্র বলছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য
বিমান বিধ্বস্ত হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান,
“একটা বিকট শব্দের পর ভবন কেঁপে ওঠে। কিছু সময়ের মধ্যেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশে।”
এদিকে, ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান,
“বিমান দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সার্বিক পরিস্থিতি তদারকি করছি।”