মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমান, একাধিক প্রাণহানির আশঙ্কা!
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। আহত হয়েছেন আরও চারজন, যাঁদেরকে হেলিকপ্টারে করে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেওয়া হয়েছে।