ঢাকা দুই সিটি করপোরেশনের যৌথ মশা নিয়ন্ত্রণে বিপুল ব্যয়, তবুও জনদুর্ভোগ আগের চেয়ে আরও বেড়েছে
প্রকাশিত : ১৪ জুলাই ২০২৫, ১১:৩৭:৩১
ঢাকার নাগরিকদের অন্যতম বড় দুর্ভোগ এখন মশার উপদ্রব। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই রাজধানীবাসী চরম মশা-আতঙ্কে দিন কাটাচ্ছেন। অথচ, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৯২ কোটি টাকা। কিন্তু বাস্তবে মশা কমার চেয়ে বরং বেড়েছে বলে অভিযোগ নগরবাসীর।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে মশা নিয়ন্ত্রণে ব্যয়ের জন্য বরাদ্দ ছিল প্রায় ৪৯ কোটি টাকা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জন্য বরাদ্দ ছিল ৪৩ কোটি টাকা। এই অর্থ দিয়ে কী হয়েছে সে প্রশ্ন এখন নগরবাসীর মুখে মুখে।
নগর পরিকল্পনাবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কেবল ফগিং কিংবা লার্ভিসাইড ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে দুই সিটি করপোরেশন।
নগরবাসীর অভিযোগ, সময়মতো স্প্রে করা হয় না, ড্রেনে মশার লার্ভা মারার কার্যকর উদ্যোগ নেই। অনেক এলাকাতেই ফগিং মেশিন চোখেই পড়ে না।
রাজধানীর বাসিন্দা মাহবুবা রহমান বলেন,
প্রায় প্রতিরাতেই পরিবারের কাউকে না কাউকে মশার কামড়ে ঘুম ভেঙে যায়। অথচ খরচ হচ্ছে কোটি কোটি টাকা। তাহলে এই অর্থ কোথায় যাচ্ছে?
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, শুধু জুলাই মাসের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ জন, যা গত বছরের চেয়ে অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে সমন্বিত ও টেকসই উদ্যোগ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, তারা “সাধ্যমতো চেষ্টা করছেন।” কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা।