মশা না কমলেও খরচ ৯২ কোটি টাকা!
ঢাকার নাগরিকদের অন্যতম বড় দুর্ভোগ এখন মশার উপদ্রব। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই রাজধানীবাসী চরম মশা-আতঙ্কে দিন কাটাচ্ছেন। অথচ, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৯২ কোটি টাকা। কিন্তু বাস্তবে মশা কমার চেয়ে বরং বেড়েছে বলে অভিযোগ নগরবাসীর।