জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি, বিশ্লেষকরা বলছেন দাবি অযৌক্তিক ও অবাস্তব
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬:১১
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর থেকেই গণপরিষদ নির্বাচনের দাবিতে সরব হয়েছে এনসিপি। দলটির শীর্ষ নেতারা প্রতিটি সভা-সমাবেশে এ প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরছেন এবং জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এ প্রস্তাব দেন এবং ৩ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান।
ইতিহাসে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান সভার নামকরণ হয়েছিল গণপরিষদ হিসেবে। এরপর থেকে আর কখনো গণপরিষদ নির্বাচন হয়নি।
এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে গণপরিষদ নির্বাচন নিয়ে কোনও পরিকল্পনা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনেই ইসি মনোযোগী।
রাজনীতিবিদ ও বিশ্লেষকরা এ প্রস্তাব নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ মনে করেন, জাতীয় নির্বাচন ছাড়া গণপরিষদ নির্বাচন সম্ভব নয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এ দাবিকে ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এ দাবির সঙ্গে একমত নয়।
অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দাবি করেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন জরুরি। প্রয়োজনে তারা আন্দোলন চালিয়ে যাবেন।