সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে, বিজিবির সতর্ক অবস্থান
দীর্ঘদিন বন্ধ থাকার পর কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে ফের থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। রবিবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এই গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছেন সীমান্তবর্তী বাংলাদেশিরা। স্থানীয় সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনার খবর পেয়ে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। ধারণা করা হচ্ছে, রাখাইনে স্বাধীনতাকামী আরকান আর্মি ও অন্য একটি বিদ্রোহীগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে গোলাগুলি হচ্ছে।