তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১১:০৫:২৭
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতের বিভেদ ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন,
আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকলেই ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব।
শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন জিয়াউর রহমান, যিনি শ্রদ্ধার সাথে জীবনযাপন করেছেন। “আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তাকে অপমান করতে পারে না। মানবসেবার মাধ্যমে জীবনযাপন করলে সম্মান আল্লাহই দিবেন,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের বিপ্লবে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি। নির্বাচনে কারো প্রতীক ধানের শীষ, কারো দাঁড়িপাল্লা হলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে না আসে।”
অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, সলিমুল্ল্যাহ বাহার হিরন, আবু নাসেরসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা।