দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ
প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১০:৪৭:৫৭
আবহাওয়া অফিস থেকে শনিবার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ো হাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার, সোমবার এবং মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এই আবহাওয়া পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নদীবন্দরগুলোকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।