আজ দুপুরের মধ্যে ঝড়ের সতর্কতা, ৭ জেলা ঝুঁকিতে
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগামী চার দিনের জন্য সারাদেশে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।