রংপুরে সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ: এক কিলোমিটারের মধ্যে ধ্বংসস্তূপ, আতঙ্কে শহরবাসী
প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ৩:৩৪:০৭
বিস্ফোরণের তীব্রতায় থাই গ্লাস চূর্ণবিচূর্ণ
বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে আশপাশের অন্তত ১–২ কিলোমিটার এলাকায় স্থাপিত বাড়িঘরের থাই গ্লাস একে একে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। শব্দের কম্পন এমন ছিল যে অনেকেই ভূমিকম্প ভেবে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
যানবাহন ধ্বংসস্তূপে পরিণত
স্টেশনের পাশেই রাখা ছিল একাধিক প্রাইভেট কার, মাইক্রোবাস এবং একটি অ্যাম্বুলেন্স। বিস্ফোরণের চাপ সহ্য করতে না পেরে সব গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। ছিটকে যাওয়া লোহার অ্যাঙ্গেল গিয়ে পড়ে আশপাশের গাছের ওপর। স্টেশন এলাকায় যে টিনের ছাউনি ছিল, তা উড়ে গিয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে
ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনী। ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত হতাহতদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে ৪-৫ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
তদন্তে নামছে কর্তৃপক্ষ
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। গ্যাস লাইনে ত্রুটি, সুরক্ষা ব্যবস্থার ঘাটতি কিংবা কারিগরি ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।