খুলনা থেকে ঢাকায় ২৬০টি বাসে যোগ দিচ্ছেন হাজারো নেতাকর্মী
প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১২:০৮:১৬
ফরিদপুর, ১৯ জুলাই ২০২৫ (শনিবার)
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে খুলনা থেকে আসার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত প্রায় পৌনে ৩টার দিকে ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্ক করে চা খাচ্ছিলেন খুলনা থেকে আগত নেতাকর্মীরা। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ তাঁর গাড়ির ব্যানার খুলে যেতে দেখে সেটি ঠিক করছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান এবং আরও দুইজন আহত হন।
মাওলানা আবু সাঈদের পারিবারিক প্রেক্ষাপট:
মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও চার কন্যাসন্তানের জনক। বড় মেয়ে বিবাহিত, মেজো মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সেজো মেয়ে এবারের দাখিলে জিপিএ-৫ অর্জন করেছে এবং ছোট মেয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।
দাফন ও জানাজা:
তার মরদেহ দাকোপে আনা হয়েছে। পারিবারিক ও সাংগঠনিকভাবে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
পুলিশের বক্তব্য:
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান,
রাত ৩টার দিকে একটি দুর্ঘটনায় একজন নিহত হন এবং দুই-তিন জন আহত হন। আহতদের চিকিৎসা চলছে, আমরা তদন্ত করছি।
খুলনা থেকে ঢাকায় নেতাকর্মীদের ঢল:
জাতীয় সমাবেশে অংশ নিতে খুলনা জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে ২৬০টি বাস এবং একটি রিজার্ভ ট্রেনে ঢাকায় যান হাজারো নেতাকর্মী। খুলনা মহানগর জামায়াতের পক্ষ থেকে ১১০টি বাসে প্রায় ৭ হাজার কর্মী এসেছেন। ব্যক্তিগত ব্যবস্থাপনায় আরও অনেকে ঢাকায় এসেছেন।
খুলনা জেলা জামায়াতও আলাদাভাবে ১৫০টি বাস আয়োজন করে সমাবেশে অংশ নেয়। খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল জানান,
খুলনা থেকে নেতাকর্মীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। অধিকাংশ গাড়িই ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।