ইলন মাস্কের রাজনৈতিক প্রবেশ নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা; বলেছেন, এটি কেবল বিনোদনের মতো একটি তামাশা।
প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১২:৩৯:৩৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের তীব্র সমালোচনা করেছেন। মাস্ক যখন ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন, তখন ট্রাম্প এই উদ্যোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন। রবিবার (৬ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে সবসময়ই দুই-দলীয় রাজনৈতিক ব্যবস্থা ছিল। তৃতীয় একটি দল কেবল আরও বিভ্রান্তি তৈরি করবে।”
মাস্কের নতুন দলটি রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্য নিয়েছে। যদিও এক সময় ট্রাম্প ও মাস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তবে মে মাসে মাস্ক প্রশাসন ত্যাগ এবং ট্রাম্পের কর ও ব্যয় পরিকল্পনার সমালোচনা করার পর তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়।
একই দিনে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখে মাস্কের উপর তীব্র আঘাত হানেন। তিনি বলেন, “ইলন মাস্ক যেন গত পাঁচ সপ্তাহে একেবারে লাইনচ্যুত হয়ে গেছে একটা ট্রেন দুর্ঘটনার মতো।” ট্রাম্প বিশেষ করে মাস্কের ‘ইলেকট্রিক ভেহিকল ম্যান্ডেট’ প্রস্তাবের বিরোধিতায় কঠোর ভাষায় বলেন, ওই নীতি কার্যকর হলে সবাইকে দ্রুত ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হত।
ট্রাম্পের ৪ জুলাই স্বাক্ষরিত কর ও ব্যয় পরিকল্পনায় ইলেকট্রিক গাড়ির ওপর কর ছাড় বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, এখন মানুষ ইচ্ছামতো পেট্রল চালিত, হাইব্রিড বা নতুন প্রযুক্তির গাড়ি কিনতে পারবে এবং আর কোনো ‘ইভি ম্যান্ডেট’ নেই।
নতুন এই আইনে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি উৎপাদনের জন্য ব্যয় বৃদ্ধি করা হয়েছে, তবে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচির বাজেট কাটছাঁট করে তা পূরণ করায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।