গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১০:২৭:১৯
আন্তর্জাতিক ডেস্ক, ১ জুলাই
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব গ্রহণে গড়িমসি করলে তার ভয়াবহ পরিণতি হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প জানান, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ আলোচনার পর ৬০ দিনের যুদ্ধবিরতিতে সব শর্তে সম্মত হয়েছে তেল আবিব। এখন কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাসের হাতে প্রস্তাব তুলে দেওয়া হবে।
তিনি বলেন,
মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের কথা ভেবে হলেও হামাসের উচিত প্রস্তাবটি গ্রহণ করা। অন্যথায়, আর কোনো কিছুই তাদের পক্ষে যাবে না। বরং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
ট্রাম্প আরও জানান, যুদ্ধবিরতির আওতায় অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে, বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ছাড়া ও নিহতদের মরদেহ হস্তান্তরের কথা রয়েছে। আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে বলেও জানান তিনি।
তবে যুদ্ধবিরতির পথ এখনও সহজ নয়। হামাস বলছে, পুরোপুরি যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা ছাড়া তারা কোনো জিম্মি ছাড়বে না। আর ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। ফলে দুই পক্ষের বিপরীত অবস্থানই সমাধানের পথে প্রধান বাধা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জন জিম্মি হন। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালায়, যাতে এখন পর্যন্ত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে ট্রাম্পের হুঁশিয়ারি এবং যুদ্ধবিরতির চাপ নতুন করে আন্তর্জাতিক নজর কেড়েছে।