গাজায় অনাহার বাস্তব ও ভয়াবহ : ট্রাম্প
গাজায় চলমান মানবিক সংকটকে ‘আসল অনাহার’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, গাজায় শিশুরা চরম ক্ষুধায় ভুগছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘গাজায় কোনো অনাহার নেই’ দাবি প্রত্যাখ্যান করেন। সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র খাদ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। একই দিনে জাতিসংঘ জানিয়েছে, অনাহার ঠেকাতে দ্রুত ও ব্যাপক সহায়তা দরকার।