খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলা
প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ২:৪৬:৩১
ইসলামাবাদ থেকে খাইবার ক্রনিকলসের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে শনিবার দুপুরে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো প্রায় দুই ডজনের বেশি মানুষ, যার মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছেন।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের যানবাহনের কাছে হামলাকারী বিস্ফোরক ডিভাইসটি সক্রিয় করেন। এর ফলে ১৩ জন নিরাপত্তা সদস্য নিহত হন এবং অন্তত ২৪ জন আহত হন, যাদের মধ্যে ১৪ জন বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ায় ছয় শিশু আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবানের একটি শাখা, হাফিজ গুল বাহাদুর নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী। তারা ২০২১ সালের পর আফগানিস্তানের তালেবান শাসনের পর থেকে সীমান্তবর্তী এলাকায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছে। পাকিস্তান সরকার অভিযোগ করছে, আফগানিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দিচ্ছে, তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করছে।
চলতি বছর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানায় আন্তর্জাতিক বার্তা সংস্থা।