সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি, পশ্চিমা চাপ উপেক্ষা করে চলবে প্রতিরোধ আন্দোলন
প্রকাশিত : ১৮ জুন ২০২৫, ১:৩৮:৪৫
তেহরানে আয়োজিত এক সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে সোমবার (১৭ জুন) খামেনি বলেন,
“আমরা কখনো আপস করিনি, করবোও না। প্রতিরোধই আমাদের অস্ত্র। সংগ্রাম চলবে শেষ পর্যন্ত।”
এই বক্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে গাজা, লেবানন এবং সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল ও তার মিত্ররা সামরিক তৎপরতা বাড়িয়েছে।
খামেনির বক্তব্যের পেছনের প্রেক্ষাপট:
আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
বিশ্লেষকরা বলছেন, খামেনির এই বার্তা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই উদ্দেশ করে দেওয়া হয়েছে।
বিশ্বরাজনীতিতে এটি আরও উত্তেজনা ও বিভক্তির কারণ হতে পারে।
বিশেষ করে পশ্চিমা বিশ্ব এই মন্তব্যকে যুদ্ধোত্তেজক হিসেবেই দেখছে।
খামেনির বক্তব্যের মূল পয়েন্ট :