প্রকাশিত : ০১ নভেম্বর ২০২৫, ১১:১৫:২৫
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আক্রমণ করার বিষয়ে এখনো ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে ওয়াশিংটনের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে একথা বললেন তিনি। অবশ্য গত মাসের প্রথমদিকে ‘যুদ্ধের প্রস্তুতি’ নেওয়ার কথা বলেছিলেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, রণতরী ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে।
ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে আক্রমণ করার কথা বিবেচনা করছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনগুলো সত্য কি না। শুক্রবার (৩১ অক্টোবর) তাকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা জিজ্ঞেস করলে জবাবে ট্রাম্প বলেন,‘না’।
মায়ামি হেরাল্ডে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় আঘাত হানার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিবন্ধের বক্তব্যের প্রতিবাদ করে যুক্তরাষ্ট্র তেমন কিছু করছে না বলে দাবি করেছেন।
সামাজিক যোগযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও লিখেছেন, “আপনাদের ‘সূত্র ওই পরিস্থিতির বিষয়ে জ্ঞাত’ থাকার দাবি করে প্রতারণার মাধ্যমে আপনাদের দিয়ে একটি ভুয়া গল্প লিখিয়েছে।”