 
                            প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৫, ১:০৬:২৮
বিয়ের সব প্রস্তুতি শেষ, এবার কনেকে বরণ করার পালা। আর সেজন্যই বাসা থেকে বের হয়েছিলেন ফিলিস্তিনের পশ্চিম তীরের আওনি সাফি ও তার বাবা মাজেন। কিন্তু বের হয়েই পড়লেন ইসরায়েলি বাহিনীর খপ্পরে। পশ্চিম তীরের জেরিকো শহরের উত্তরে আইন সুলতান শরণার্থী শিবির থেকে আটক করা হয় তাদের। বার্তা সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রামাল্লার পশ্চিমে অবস্থিত রানতিস শহরে কনেকে বরণের জন্য গাড়িতে করে যাচ্ছিলেন বর সাফি ও তার বাবা মাজেন। এর মধ্যেই ইসরায়েলি সৈন্যরা শহরের প্রবেশমুখে গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। পরে তাদের আটক করে গাড়ির চাবি জব্দ করা হয়।
স্থানীয়রা বলছেন, এমন সময়ে আটক হওয়ার এই ঘটনা পরিবারটির জীবনে চরম মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গত সপ্তাহের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ৪৪ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ভূখণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এবং আটককৃত সবাই ইসরায়েলের ‘ওয়ান্টেড’ ছিল। অভিযানের সময় সৈন্যরা অস্ত্র জব্দসহ আটকদের জিজ্ঞাসাবাদ করেছে।