 
                            প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৯:৫২
সৌদি আরবের বিশিষ্ট ইসলামিক আলেম শেখ সালেহ আল-ফাওজানকে দেশটির গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়। সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রাজকীয় ফরমান অনুযায়ী, শেখ আল-ফাওজানকে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জ্যেষ্ঠ আলেম পরিষদের চেয়ারম্যান ও স্থায়ী ফতোয়া কমিটি—‘পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’র প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।০
শেখ আল-ফাওজান প্রয়াত গ্র্যান্ড মুফতি শেখ আবদুলআজিজ আল-শেখের স্থলাভিষিক্ত হয়েছেন। শেখ আবদুলআজিজ গত ২৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
নিয়োগের আগে শেখ আল-ফাওজান ছিলেন জ্যেষ্ঠ আলেম পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির সদস্য। এছাড়া তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের আওতাধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য এবং হজ মৌসুমে দাওয়াত ও দিকনির্দেশনাবিষয়ক তত্ত্বাবধায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৩৫ সালে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলে জন্মগ্রহণকারী শেখ আল-ফাওজান বুরাইদায় প্রাথমিক শিক্ষা শেষ করেন। তিনি রিয়াদের শরিয়াহ কলেজ থেকে ফিকহ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তাকে হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৯৯২ সালে তিনি ‘পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’র সদস্য হন এবং তখন থেকেই এই পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বহু ইসলামী গ্রন্থের রচয়িতা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘নূর আলা আল-দার্ব’-এর উপস্থাপক হিসেবেও সুপরিচিত।