সৌদি আরবে মসজিদ ও স্কুলের আশপাশে তামাকের দোকান নিষিদ্ধ
                        মসজিদ ও স্কুলের ৫০০ মিটারের মধ্যে তামাকের দোকান স্থাপন নিষিদ্ধ করেছে সৌদি আরব। তামাক বিক্রির দোকান সংক্রান্ত নতুন বিধি অনুমোদনের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বিধিমালার উদ্দেশ্য হলো—জনস্বাস্থ্য রক্ষা, নিয়ন্ত্রক নীতিমালা নিশ্চিত করা এবং নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।