প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৫, ১:৪৫:৪৫
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেছে একটি কার্গো বিমান। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম ইউরো নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে অবতরণের সময় তুরস্কভিত্তিক এসি-টি এয়ারলাইনস পরিচালিত একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে ডুবে যায়। স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে বিমানটি দুবাই থেকে ছেড়ে এসেছিল।
এমিরেটসের এক বিবৃতিতে বলা হয়, বিমানটি তাদের কাছ থেকে লিজ নেওয়া ছিল, অর্থাৎ পাইলট, রক্ষণাবেক্ষণ ও বিমার দায়িত্ব ছিল এসি-টি এয়ারলাইনসের। দুর্ঘটনার সময় বিমানে কোনো কার্গো ছিল না।
হংকং কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের গ্রাউন্ড-হ্যান্ডলিং যানবাহনে থাকা দুজন সমুদ্রে পড়ে নিহত হয়েছেন। এ ছাড়া চার ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
হংকংয়ের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানের সামনের অংশটি সমুদ্রের পানিতে ভেসে রয়েছে, আর পিছনের অংশটি ভেঙে আলাদা হয়ে গেছে।
দুর্ঘটনাটি ঘটে বিমানবন্দরের উত্তর রানওয়েতে। পরে সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য দুটি রানওয়ে চালু রয়েছে।
লানতাউ দ্বীপের উত্তরে পুনর্দখল করা জমিতে নির্মিত হংকং আন্তর্জাতিক বিমানবন্দরটি, যা সমুদ্র থেকে কয়েকশ মিটার দূরে অবস্থিত।
হংকংয়ের সিভিল অ্যাভিয়েশন বিভাগ জানিয়েছে, এই দুর্ঘটনা নিয়ে এয়ারলাইনস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে তদন্ত করছে তারা।
এমিরেটস জানায়, কার্গো পরিবহনের বাড়তি চাহিদা মেটাতে এ বছর দুটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান লিজ নিয়েছে তারা। সংস্থাটির মোট ২৬০টি বিমান রয়েছে, যার বেশিরভাগই বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ মডেল।