 
                            প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ৫:২৪:৩৪
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি পরিবারের ১১ সদস্য নিহত হয়েছে। আট দিন আগে কার্যকর হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় গাজা সিটির জেইতুন এলাকায় আবু শাহবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করা হয়।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী রয়েছে। পরিবারের সদস্যরা গতকাল নিজেদের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন, ঠিক তখনই হামলা করা হয়।
বাসাল বলেন, ‘তাদের সতর্ক করা যেত বা অন্যভাবে সামাল দেওয়া যেত। যা ঘটেছে তা প্রমাণ করে, দখলদার বাহিনী এখনো রক্তপিপাসু, নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।’
এরইমধ্যে হামাস এ ঘটনাকে ‘নৃশংস হত্যাযজ্ঞ’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটি জানায়, কোনো যুক্তি ছাড়াই পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের প্রতি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করার জন্য আহ্বান জানিয়েছে।
মূলত ইসরায়েলি সেনারা তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রমের জন্য লোকজনের ওপর গুলি চালায়। রেখাটি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনীর পিছু হটার সীমারেখা হিসেবে নির্ধারিত ছিল।
আল জাজিরার গাজা প্রতিনিধি হিন্দ খুদারি জানিয়েছেন, অনেক ফিলিস্তিনিরই ইন্টারনেট সংযোগ নেই, ফলে তারা জানেন না ইসরায়েলি সেনারা কোথায় অবস্থান করছে। এ কারণে সাধারণ পরিবারগুলো অজান্তেই ঝুঁকিতে পড়ছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, খুব শিগগিরই গাজায় হলুদ রেখাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা হবে।
বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন হিন্দ খুদারি।
বন্দি বিনিময়ের প্রক্রিয়ার মধ্যেই যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে, পাশাপাশি খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ জরুরি সহায়তাও কঠোরভাবে সীমিত করে রেখেছে।
গত সপ্তাহে গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। রাফাহ সীমান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশপথও বন্ধ করে রেখেছে ইসরায়েল, যার ফলে বড় আকারে ত্রাণ প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে।