 
                            প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ১২:৩৫:৫৫
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের স্থানীয় তিন ক্রিকেটার নিহত হয়েছেন। এ ঘটনার পরই পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অনুষ্ঠেয় আগামী মাসের ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম খালিজ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আফগান কর্মকর্তারা জানান, শুক্রবার গভীর রাতে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলা চালায়। এতে অন্তত ১০ জন নিহত এবং ১২ জন আহত হন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন পাকতিকা প্রদেশের এক স্বাস্থ্য কর্মকর্তা।
এসিবি জানিয়েছে, নিহত তিন ক্রিকেটার হলেন কাবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগুন জেলার বাসিন্দা ছিলেন। তারা প্রীতি ম্যাচ খেলতে উরগুন থেকে প্রদেশের রাজধানী শারানা শহরে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফেরার পর এক সমাবেশে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
বিবৃতিতে এসিবি বলেছে, ‘এটি পাকিস্তানের এক কাপুরুষোচিত হামলা। এ ঘটনায় আফগান ক্রীড়াঙ্গন, খেলোয়াড় সমাজ ও ক্রিকেট পরিবার এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।’
এসিবি আরও জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ভুক্তভোগীদের প্রতি সম্মানের প্রতীক হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।
এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে পাকতিকা প্রদেশে তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এর জবাব দেবে।
আফগান ক্রিকেটার ফজলহক ফারুকি সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘নিরপরাধ বেসামরিক নাগরিক এবং আমাদের ক্রিকেট খেলোয়াড়দের হত্যাযজ্ঞ এক ঘৃণ্য ও অমার্জনীয় অপরাধ।’
আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী বলেন, ‘এটি শুধু পাকতিকার নয়, বরং সমগ্র আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য এক গভীর ট্র্যাজেডি।’