 
                            প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৪:৪৮
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে দাবি করছে আফগান গণমাধ্যম তোলো নিউজ।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে তোলো নিউজ জানিয়েছে, শুক্রবার কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালায় পাকিস্তান। এতে সরাসরি বেসামরিক ঘরবাড়ি লক্ষ্যবস্তু করা হয়েছে।
স্পিন বোলদাকের জনস্বাস্থ্য বিভাগের প্রধান করিমুল্লাহ জুবাইর আগা বলেন, ‘বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি। শুক্রবারের বিমান হামলায় আরও অনেকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ১৭০ জন আহত ও ৪০ জন নিহত।’
এদিকে, এই হামলা আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলেও এ নিয়ে উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।
নুরগালি নামের এক আহত ব্যক্তি বলেন, ‘এখানে সামরিক বাহিনীর কেউ ছিল না। শুধু সাধারণ মানুষ ও স্থানীয় বাজার। তবুও আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’
তোলো নিউজ বলছে, বিমান হামলার পাশাপাশি সীমান্ত থেকে আর্টিলারি গোলাবর্ষণেও নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শোরাবাক ও শহীদ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।