 
                            প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৫, ৪:৫০:০৬
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বুধবার মক্কায় ‘কিং সালমান গেট’ নামের একটি বিশাল বহুমুখী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছেন।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, গ্র্যান্ড মসজিদের পাশে নির্মিতব্য এই প্রকল্পটির মোট আয়তন হবে প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) বর্গমিটার। এর লক্ষ্য হলো হাজি ও মুসল্লিদের জন্য পবিত্র নগরীতে প্রবেশ ও অবস্থান আরও সহজ করা।
‘কিং সালমান গেট’-এ থাকবে আবাসিক ভবন, বিলাসবহুল হোটেল, বাণিজ্যিক কেন্দ্র ও সাংস্কৃতিক স্থাপনা। প্রকল্পটি সম্পন্ন হলে প্রায় ৯ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন, যেখানে থাকবে ইনডোর ও আউটডোর উভয় ধরনের নামাজের জায়গা।
প্রকল্পটি মক্কার জনপরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকবে এবং প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী স্থাপনা পুনর্নির্মাণ বা সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্প সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি ২০৩৬ সালের মধ্যে ৩ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।