প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৫, ৩:১০:৪৮
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। প্রদেশের সওয়াত জেলায় বৃহস্পতিবার ভোরে পাঞ্জাবগামী একটি ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পাকিস্তানের রেসকিউ ১১২২–এর মুখপাত্র শাফিকা গুল জানান, বৃহস্পতিবার সকালে সওয়াত মোটরওয়ের টানেল নম্বর–৩–এর কাছে ট্রাকটি উল্টে যায়। এতে একই পরিবারের ১৫ জন নিহত এবং আটজন আহত হন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।’
প্রতিবেদনে বলা হয়, নিহত পরিবারটি বেহরাইন তহসিলের গাবরাল এলাকা থেকে পাঞ্জাবের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের মালাকান্দ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিপি জানায়, গভর্নর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই প্রাণহানি এক অপূরণীয় ক্ষতি।’ তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পাকিস্তানের মহাসড়ক ও মোটরওয়েতে বেপরোয়া গতি, চালকের ক্লান্তি, যানবাহনের ত্রুটি ও দুর্বল সড়ক অবকাঠামোর কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতাও দুর্ঘটনার হার বাড়িয়ে তুলছে।
গত মাসেও খাইবার পাখতুনখোয়ায় এক ট্রাক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছিলেন। এর আগে ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে দুই নারী নিহত ও চারজন আহত হন। এর দুই দিন আগে হরিপুরের হাজারা মোটরওয়েতে এক পরিবারের পাঁচ সদস্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।