 
                            প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ২:৫৮:২৬
হামাসের হাতে থাকা শেষ ১৩ জীবিত ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার সকালে ৭ জিম্মিকে হস্তান্তর করে সংগঠনটি। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
রেড ক্রসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘হামাসের কাছ থেকে মুক্ত ১৩ জন জিম্মি সন্তোষজনক অবস্থায় রয়েছেন। আমরা এখন ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) পথে রয়েছি।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছু সময় আগে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা থেকে রেড ক্রস জানায়, হামাসের কাছ থেকে ১৩ জন জিম্মিকে গ্রহণ করেছে তারা।
মুক্ত হওয়া বাকি ১৩ জন হলেন—এলকানা বোহবট, অ্যাভিনাতান অর, ইয়োসেফ-হাইম ওহানা, এভিয়াতার ডেভিড, রম ব্রাসলাভস্কি, সেগেভ কালফন, নিমরোদ কোহেন, ম্যাকসিম হারকিন, এইতান হর্ন, মাতান জাঙ্গাউকার, বার কুপারস্টেইন, ডেভিড কুনিও এবং এরিয়েল কুনিও।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মুক্ত ১৩ জনকে গাজায় অবস্থানরত আইডিএফ সদস্যদের কাছে হস্তান্তরের পথে রয়েছে রেড ক্রস। এরপর তাদের রেইইমের কাছে একটি সামরিক স্থাপনায় নিয়ে যাওয়া হবে। সেখানে তারা প্রাথমিকভাবে শারীরিক ও মানসিক পরীক্ষা সম্পন্ন করবেন এবং পরিবারের সঙ্গে দেখা করবেন।
এর মাধ্যমে ২০১৪ সালের পর প্রথমবারের মতো হামাসের হেফাজতে আর কোনো জীবিত জিম্মি থাকল না।