 
                            প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৫, ১২:১১:২৪
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে আজ সোমবার সাত ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে দিয়েছে হামাস। এ সময় আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা তাদের গ্রহণ করে। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া সাতজন হলেন—মাতান আংগ্রেস্ট, দুই ভাই গালি ও জিভ বারম্যান, আলন ওহেল, ইতান মোর, ওমরি মিরান এবং গাই গিলবোয়া-দালাল।
প্রতিবেদনে বলা হয়েছে, রেড ক্রসের প্রতিনিধিরা গাজায় অবস্থানরত আইডিএফ সদস্যদের কাছে জিম্মিদের হস্তান্তর করছে। সেখান থেকে তাদের রেইইম অঞ্চলের কাছে অবস্থিত একটি সেনা ঘাঁটিতে নেওয়া হবে। সেখানে প্রাথমিকভাবে তাদের শারীরিক ও মানসিক পরীক্ষা করা হবে। পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
আইডিএফ আরও জানায়, আজ গাজার বিভিন্ন এলাকা থেকে আরও ১৩ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস।
অন্যদিকে, হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সরাসরি জিম্মি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত না করলেও বলেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ চলবে, যদি ইসরায়েলও তার অঙ্গীকার রক্ষা করে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই চুক্তি আমাদের জনগণের দৃঢ় অবস্থান ও প্রতিরোধের ফসল। দখলদাররা চাইলে অনেক আগেই তাদের বেশিরভাগ বন্দিকে জীবিত ফিরিয়ে নিতে পারত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে দেরি করেছে।’