 
                            প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৫, ৫:১২:৩৯
মসজিদ ও স্কুলের ৫০০ মিটারের মধ্যে তামাকের দোকান স্থাপন নিষিদ্ধ করেছে সৌদি আরব। তামাক বিক্রির দোকান সংক্রান্ত নতুন বিধি অনুমোদনের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বিধিমালার উদ্দেশ্য হলো—জনস্বাস্থ্য রক্ষা, নিয়ন্ত্রক নীতিমালা নিশ্চিত করা এবং নিরাপদ ও সুশৃঙ্খল বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিধি সব ধরনের তামাক ও আনুষঙ্গিক পণ্য বিক্রির দোকানের জন্য প্রযোজ্য, যেমন সিগারেট, সিসা ও ই-সিগারেট। দোকান চালাতে হলে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্সিং পদ্ধতি আইনের সব ধারা মেনে চলা বাধ্যতামূলক।
আরও বলা হয়, দোকানগুলো অবশ্যই শহরের বাণিজ্যিক ভবনে অবস্থিত হতে হবে, ন্যূনতম ৩৬ বর্গমিটার আয়তনের হতে হবে এবং স্থানীয় পৌর কর্তৃপক্ষের নির্ধারিত রাস্তার প্রস্থ ও অবস্থানসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
বিধি অনুযায়ী দোকানের বাইরের সাইনবোর্ডে শুধু দোকানের নাম ব্যবহার করা যাবে, কোনো লোগো বা প্রচারমূলক উপকরণ নয়। দোকানের বাইরে ফুটপাত ব্যবহার নিষিদ্ধ। দোকানে অভ্যন্তরীণ ও বাহ্যিক নজরদারি ক্যামেরা থাকতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, নিরাপদে বর্জ্য অপসারণ করতে হবে এবং ইলেকট্রনিক পেমেন্টের ব্যবস্থা রাখতে হবে।
বিনিয়োগকারীদের বিল্ডিং ফ্যাসাড ডিজাইন, প্রতিবন্ধী প্রবেশের র্যাম্প, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, আলো ও বায়ু চলাচলের মান রক্ষাসহ সৌদি ভবন কোডের সব কারিগরি ও স্থাপত্যগত মানদণ্ড অনুসরণ করতে হবে।
এছাড়া দোকানগুলো কোনো পণ্য মিশ্রণ, পুনরায় প্যাকেজিং বা প্রক্রিয়াজাত করতে পারবে না। সব পণ্যের সরবরাহকারীর প্রমাণ রাখতে হবে এবং ১৮ বছরের কম বয়সিদের কাছে বিক্রি নিষিদ্ধ থাকবে। এ ক্ষেত্রে বয়স যাচাই বাধ্যতামূলক। দোকানে ধূমপানের ক্ষতি সম্পর্কে সতর্কবার্তা ও লাইসেন্স তথ্যের কিউআর কোডও প্রদর্শন করতে হবে।
বিধিতে বলা হয়েছে—বিনামূল্যে নমুনা, একটি করে সিগারেট বিক্রি বা প্রচার নিষিদ্ধ, শুধু সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ) অনুমোদিত পণ্য বিক্রি করা যাবে, বিক্রয়মূল্য স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে এবং কোনো পণ্য পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে দেওয়া যাবে না।
নিয়ন্ত্রণ ও শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে—পৌর কর্তৃপক্ষ দোকানগুলো পর্যবেক্ষণ করবে এবং বিধি লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। কর্তৃপক্ষের মতে, এই বিধিমালা কার্যকর হলে কার্যক্রমে শৃঙ্খলা, তদারকি ও নিরাপত্তা আরও জোরদার হবে।
প্যাকেজিং ও প্রদর্শনের নিয়ম অনুযায়ী সব ধরনের তামাকজাত পণ্য এসএফডিএ মান অনুযায়ী প্যাকেজ করতে হবে, যাতে সতর্কবার্তা ও তথ্য স্পষ্টভাবে প্রদর্শিত হয়। এছাড়া—সিগারেট কেবল সিল করা প্যাকেটে বিক্রি করা যাবে, ভেন্ডিং মেশিনে তামাক বিক্রি নিষিদ্ধ, মূল্যছাড়, উপহার বা প্রচার নিষিদ্ধ, ই-সিগারেটের তরল সিল করা থাকতে হবে এবং তামাক দিয়ে পুনরায় ভর্তি করা যাবে না।
এই নতুন বিধিগুলো সৌদি আরবের জনস্বাস্থ্য রক্ষা ও যুবসমাজে ধূমপান প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।