 
                            প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৫, ৭:১৩:৩২
গাজায় অবস্থানরত প্রত্যেক ফিলিস্তিনিকে তিন মাস পর্যন্ত খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
শনিবার সকালে এক ব্রিফিংয়ে সংস্থার যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা বলেন, ‘দুর্ভিক্ষ নিয়ন্ত্রণে সহায়তা বিতরণ অপরিহার্য।’
এর আগে গত আগস্টে জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
তৌমা আহ্বান জানিয়ে বলেন, ‘ক্ষুধা ও খাদ্য সংকট মোকাবিলায় অবিলম্বে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।’
গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী, প্রতিদিন গাজা উপত্যকায় প্রায় ৬০০টি সহায়তাবাহী ট্রাকের প্রবেশ করার কথা রয়েছে, যা শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) থেকে কার্যকর হয়েছে।