 
                            প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৫, ২:৫২:১০
গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত স্থান থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই প্রত্যাহার সম্পন্ন হবে। বার্তা সংস্থা আনাদোলু শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু এলাকা থেকে ‘হলুদ রেখা’ পর্যন্ত সেনা প্রত্যাহার সম্পন্ন করবে। দক্ষিণের রাফাহ ও খান ইউনুস এবং গাজার উত্তরাঞ্চল থেকে বাহিনী পূর্বদিকে ইসরায়েল সীমান্তের দিকে সরে যাবে।
ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুক্রবার বিকেলের মধ্যেই সম্পন্ন হবে।
এর আগে বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রথম ধাপে তার প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়েছে।
চার দিনের পরোক্ষ আলোচনার পর এই সমঝোতা হয় মিসরের শার্ম আল-শেখ শহরে। সেখানে তুরস্ক, মিসর ও কাতারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আলোচনায় অংশ নেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় প্রায় ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাগাতার হামলায় অঞ্চলটি এখন প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।