প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৫, ৭:০৫:৩০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। এর আগে গ্রেটাকে উদ্দেশ করে ট্রাম্প বলেছিলেন, তার ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’ রয়েছে। তার ডাক্তার দেখানো উচিত।
জবাবে ২২ বছর বয়সি গ্রেটা মঙ্গলবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র নিয়ে প্রশংসনীয় মতামত দিয়েছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার উদ্বেগের জন্য ধন্যবাদ জানাই।’
তিনি আরও লেখেন, “যেহেতু আপনার নিজের আচরণ দেখে মনে হয় রাগ সামলানোর বিষয়ে আপনার বেশ অভিজ্ঞতা আছে, তাই দয়া করে আমাকেও কিছু পরামর্শ দিন এই তথাকথিত ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’ কীভাবে সামলানো যায়।”
এর আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ব্যানারে ৪২টি নৌযানের একটি বহরে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চেয়েছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যান্য কর্মীরা। তবে ইসরায়েলি বাহিনী বহরের অনেক নৌকা আটক করে। পাশাপাশি ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে অমানবিক নির্যাতন করে বলেও অভিযোগ আনা হয়। তবে এরইমধ্যে গ্রেটাসহ ১৭১ কর্মীকে ছেড়ে দিয়েছে ইসরায়েল।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘সে (গ্রেটা থুনবার্গ) সমস্যা সৃষ্টিকারী, তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে। মনে হয় তার ডাক্তার দেখানো উচিত। দেখেছেন কখনো ওকে? তরুণী, কিন্তু এত রাগ! একদম পাগলাটে।”
এবারই প্রথম নয়। চলতি বছরের জুনেও গাজায় সহায়তা পৌঁছে দিতে থুনবার্গের প্রথম মিশনের সময় ট্রাম্প তাকে ‘অদ্ভুত’ ও ‘রাগী’ বলে সমালোচনা করেছিলেন। তখন থুনবার্গ পাল্টা জবাবে বলেছিলেন, ‘বিশ্বের আরও বেশি রাগী নারীর প্রয়োজন।’
২০১৮ সালে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা গ্রেটা থুনবার্গ এখন জলবায়ু পরিবর্তনের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা কার্যক্রমেও সক্রিয়।