তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিনদিরগিতে ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। রবিবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা এই ভূমিকম্পে ১৬টি ভবন ধসে পড়ে। ভূমিকম্পের পর জরুরি উদ্ধার অভিযান পরিচালিত হলেও পরে তা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।