ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্ক
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১১:৩৩:২৫
ওয়াশিংটন ডিসি ও নয়াদিল্লি: যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকশ কোটি ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের তিনজন সরকারি কর্মকর্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার পর দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের শিগগিরই ওয়াশিংটন সফরে গিয়ে কিছু অস্ত্র ও বিমান কেনার ঘোষণা দেওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সেই সফর বাতিল করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে জেনারেল ডায়নামিকসের স্ট্রাইকার যুদ্ধযান ও রেথিয়ন ও লকহিড মার্টিনের জ্যাভলিন ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা স্থগিত হয়েছে।
৬ আগস্ট ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, কারণ দিল্লি রাশিয়া থেকে তেল কিনছে। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের মধ্যে সর্বোচ্চ হারের অন্যতম। যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া থেকে তেল কেনা ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিকভাবে সহায়তা করছে।
যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, কেনাকাটা স্থগিতের খবর ‘ভুল ও বিভ্রান্তিকর’, তবুও সরকারি পর্যায়ে এই বিষয়ে কোনো অগ্রগতি নেই। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, যা ঐতিহ্যগতভাবে রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকেও অস্ত্র কেনার দিকে ঝুঁকেছে।
চীনের বিরুদ্ধে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার কারণে যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ হলেও শুল্ক বিরোধ ও রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে দ্বন্দ্ব দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।