ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির পথে, ভূমি ছাড়ের ইঙ্গিত
প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১১:১৭:২৭
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ঐতিহাসিক আলোচনা হতে যাচ্ছে ১৫ আগস্ট আলাস্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, তিনি সেদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এতে প্রায় সাড়ে তিন বছরের সংঘাতের অবসান হতে পারে। তবে তিনি ইঙ্গিত দেন, চুক্তি হলে ইউক্রেনকে কিছু ভূমির মালিকানা রাশিয়ার কাছে ছেড়ে দিতে হতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকোভ জানিয়েছেন, ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে দুই নেতা আলোচনা করবেন। কিছু চ্যালেঞ্জ থাকলেও রাশিয়া আলোচনায় ইতিবাচক মনোভাব নিয়ে অংশ নেবে।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যথেষ্ট আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি এক ডজনের বেশি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
পুতিনের দাবি, লুহানস্ক, ডোনেস্ক, জাপোরিজ্জিয়া, খেরসন এবং ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার অংশ হতে হবে, যদিও চারটির পুরোপুরি নিয়ন্ত্রণ এখনো রাশিয়ার হাতে নেই।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য প্রস্তাবে খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলে বর্তমান যুদ্ধরেখা বরাবর আক্রমণ বন্ধ করতে পারে রাশিয়া। তবে হোয়াইট হাউজ এ প্রতিবেদনের কিছু অংশকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছে।