‘সমঝোতায় না আসার ইচ্ছা থেকেই হামাস আলোচনা ব্যাহত করছে’ যুক্তরাষ্ট্রের অভিযোগ
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৯:৩২
গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে চলমান আলোচনায় হামাসের আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ জুলাই) তিনি সাংবাদিকদের বলেন, “হামাস কোনো সমঝোতায় আসতে চায় না। আলোচনায় অগ্রগতি না থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতারে চলমান আলোচনায় অংশ নেওয়া থেকে নিজেদের প্রত্যাহার করেছে।”
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার রাতে জানান, “সর্বশেষ প্রস্তাবে হামাসের সাড়া আমাদের হতাশ করেছে। এটি তাদের আন্তরিকতার অভাবের ইঙ্গিত দেয়। হামাস জিম্মিদের মুক্তিতে সহায়তা করছে না।” তিনি আরও বলেন, “জিম্মিদের মুক্ত করতে বিকল্প উপায় বিবেচনা করা হচ্ছে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও একই কথা বলেন, “জিম্মি মুক্তিতে এখন নতুন কৌশল নেওয়া হবে।” তবে হামাস তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও পূর্বে উইটকফের বক্তব্যকে ‘নেতিবাচক ও অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেছে। গোষ্ঠীর এক কর্মকর্তা জানান, ইসরায়েলি প্রতিনিধিরা আগামী সপ্তাহে দোহায় আলোচনায় ফিরবেন বলে তারা নিশ্চিত হয়েছেন।
উল্লেখ্য, গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় চলমান আলোচনায় ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক ত্রাণ সরবরাহ ও স্থায়ী যুদ্ধবিরতির মতো ইস্যুতে এখনও মতপার্থক্য রয়ে গেছে।
জাতিসংঘ ও ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৬৭৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন।