মেটার এআই প্রযুক্তি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আনল 'মেসেজ সামারি' ফিচার, যা অপঠিত মেসেজের সারাংশ দেখাবে।
প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ১:৩৬:৫১
হোয়াটসঅ্যাপে এবার এমন এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার চালু করেছে মেটা, যার মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ না পড়েও জানতে পারবেন—আলাপচারিতায় কী চলছে, কোনটি গুরুত্বপূর্ণ।
বুধবার (২৬ জুন) এক ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটির নাম ‘মেসেজ সামারাইজ’। এটি ‘মেটা এআই’-এর সহায়তায় ইনবক্সে জমে থাকা অজস্র মেসেজকে দ্রুত ও সংক্ষেপে উপস্থাপন করবে। ব্যবহারকারীরা এখন থেকে প্রতিটি বার্তা আলাদাভাবে না খুলেও সংক্ষিপ্ত সারাংশ দেখে পুরো আলোচনার প্রেক্ষাপট বুঝে নিতে পারবেন।
কীভাবে কাজ করবে নতুন ফিচার?
মেটা জানিয়েছে, এই ফিচারে তারা ব্যবহার করেছে বিশেষ ‘প্রাইভেট প্রসেসিং টেকনোলজি’, যা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখবে। মেসেজ সারাংশ তৈরি হলেও চ্যাটের অপর পক্ষ সেটি জানতে পারবে না। ফলে ব্যবহারকারীর গোপনতা পুরোপুরি সুরক্ষিত থাকবে।
প্রথমে যুক্তরাষ্ট্র, পরে বিশ্বজুড়ে
বর্তমানে এই ফিচারটি চালু হয়েছে কেবল যুক্তরাষ্ট্রের ইংরেজিভাষী ব্যবহারকারীদের জন্য। তবে মেটা জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ অন্যান্য দেশ ও ভাষার ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।
মেটার বড় পরিকল্পনার অংশ
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই এআই ফিচারটি মেটার বড় একটি পরিকল্পনার অংশ, যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—সব প্ল্যাটফর্মেই এআই প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে।
একাকীত্বের সমাধান হিসেবেও এআই
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত মাসে ‘স্ট্রাইপ’ সম্মেলনে বলেন,
“ভবিষ্যতের এআই শুধু চ্যাটবট নয়, বরং মানুষের একাকীত্ব দূর করতে এক ধরনের বন্ধুর মতো কাজ করবে। এটি মানুষের পছন্দ-অপছন্দ বুঝে সঙ্গে থাকবে, এমনটাই আমাদের লক্ষ্য।”
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
তবে প্রযুক্তি গবেষকরা বলছেন, চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত মানসিক সম্পর্ক গড়ে তোলা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এ প্রযুক্তি এখনো উন্নয়ন ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।