হোয়াটসঅ্যাপে মেটার নতুন এআই ফিচার: অপঠিত মেসেজ এক ক্লিকে সারাংশে!
হোয়াটসঅ্যাপ যুক্তরাষ্ট্রে চালু করেছে নতুন এআই ফিচার 'মেসেজ সামারি', যা অপঠিত মেসেজের সারাংশ বুলেট পয়েন্ট আকারে দেখাবে। মেটার নিজস্ব এআই প্রযুক্তি ব্যবহার করে এই ফিচারটি তৈরি করা হয়েছে, যা ব্যবহারকারীদের মেসেজ পড়া আরও সহজ করবে। গোপনীয়তা রক্ষায় 'প্রাইভেট প্রসেসিং' প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে মেসেজের তথ্য নিরাপদ থাকে।