দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে প্রস্তুত টাইগাররা
প্রকাশিত : ০৫ জুলাই ২০২৫, ৯:৫৯:১০
প্রথম ওয়ানডে ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর এখন সিরিজ রক্ষাই বাংলাদেশের মূল লক্ষ্য। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। খেলোয়াড়েরা বারবার বলছেন, প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় দল।
প্রথম ম্যাচে কী হয়েছিল?
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৯৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। জবাবে স্বাগতিকরা ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। বোলিং ইউনিট ছিল অনুজ্জ্বল এবং ব্যাটিং লাইন-আপ ছিল দায়িত্বহীন।
দ্বিতীয় ম্যাচে সম্ভাব্য পরিবর্তন
প্রথম ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে দল ম্যানেজমেন্ট একাধিক পরিবর্তনের কথা ভাবছে। মিডল অর্ডারে হয়তো দেখা যেতে পারে তাওহিদ হৃদয় বা আফিফ হোসেনকে, এবং স্পিন আক্রমণে নাসুম আহমেদ ফিরতে পারেন।
ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছেন,
আমরা বুঝেছি কোথায় ভুল করেছি। এখন দরকার ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে খেলা।
অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়
সাকিব, তামিম, মুশফিকদের অনুপস্থিতিতে এই সিরিজে নেতৃত্বে থাকা তরুণরা মানসিক চাপের মধ্যেও নিজেদের প্রমাণ করতে আগ্রহী। লিটন দাস, শান্ত ও মিরাজের কাঁধেই এখন দায়িত্ব। সাথে, স্পিন-সহায়ক উইকেট ব্যবহার করে কৌশলী বোলিং করা হবে বলে জানা গেছে।
সিরিজ রক্ষার সমীকরণ
এছাড়া উইকেট কিপার ব্যাটার লিটন দাস হয়তো আরও একটি সুযোগ পেতে পারেন, যার শেষ আট ইনিংসে রান যথাক্রমে – ৬, ১*, ০, ০, ২, ৪, ০, ০। এমন বাজে পারফরম্যান্সের পরও দ্বিতীয় আরেকটি সুযোগ মিলছে তার। তবে তিনি খেললেও মিডল অর্ডারে খেলবেন না, হয়তো ওপেনিংয়ে খেলানো হতে পারে!