তরুণদের নিয়ে ভিন্ন কৌশলে মাঠে নামছে বাংলাদেশ, সিরিজে চোখ নবজয়ের দিকে
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ১১:৫৩:১০
ক্রীড়া ডেস্ক | ২ জুলাই ২০২৫
১৮ বছর পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো নামছে পঞ্চপাণ্ডববিহীন একাদশ নিয়ে। সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ ও মাশরাফি এদের কেউই নেই এই দলে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়, সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
নতুন অধ্যায়ের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের টিকিট পেতে হলে এই সিরিজে জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। র্যাঙ্কিংয়ে দশে থাকা দলটি যদি অন্তত একটি ম্যাচ জেতে, তবে নবম স্থানে ফিরতে পারবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “আমরা অবশ্যই সিনিয়রদের মিস করব। তবে তরুণদের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণের।” তিনি আরও বলেন, “প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা বিশ্বকাপে খেলতে চাই। তার জন্য এই সিরিজ জেতা জরুরি।”
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যান ভালো না হলেও সর্বশেষ সিরিজ জয় (২-১) দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। লঙ্কান অধিনায়ক আসালাঙ্কাও মনে করছেন,
বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। গতবার আমাদের বিপক্ষে তারা সিরিজ জিতেছিল।
এই সিরিজ তাই কেবল জয়-পরাজয়ের নয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব ও কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ ধাপও বটে।