মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ বলে মন্তব্য
প্রকাশিত : ২৪ জুন ২০২৫, ৯:৩১:৫৩
ইসরায়েল ইরান যুদ্ধবিরতি: মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা
১২ দিন ধরে চলা সংঘাতের অবসানে ইসরায়েল ও ইরান একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “সবকিছু ঠিকঠাক চললে যা হবেই, আমি ইসরায়েল ও ইরানকে তাদের ধৈর্য, সাহস এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।” খবরটি প্রথম জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও ইরানের এক কর্মকর্তা আগেই জানিয়েছেন, তেহরান যুদ্ধবিরতিতে সম্মত। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি নির্ধারিত সময়ের মধ্যে হামলা বন্ধ না করে, তবে কোনও যুদ্ধবিরতি কার্যকর হবে না।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলে সমঝোতায় পৌঁছান। তিনি বলেন,
“উভয় পক্ষকে মিশন শেষের সময় দেওয়া হবে এবং পর্যায়ক্রমে যুদ্ধবিরতি কার্যকর হবে।”
মধ্যপ্রাচ্যে এই সংঘাত আরও বিস্তারের আশঙ্কা তৈরি করেছিল। তেহরান থেকে পালিয়ে গেছে বহু মানুষ। গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পশ্চিমা দেশগুলোর দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। তবে তেহরান তা অস্বীকার করেছে।
এই যুদ্ধবিরতির পেছনে কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতার কথাও উঠে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ইরান ও ইসরায়েলের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছিলেন।