যুদ্ধবিরতির পথে ইসরায়েল ও ইরান, ট্রাম্পের ইতিবাচক বার্তা
ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে। একদিকে রকেট ও ড্রোন হামলা অব্যাহত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “এই সংঘাত থামবে, তবে সময় এখনো অনিশ্চিত।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজনৈতিক বিবৃতি নয়, এখন দরকার কার্যকর কূটনৈতিক উদ্যোগ।