 
                            প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২৫, ৬:৪২:৫২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।
সরজিস আলম বলেন, আমরা একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যদি গড়ে উঠতে চাই। এজন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাওয়া শুরু করেছি। আশা করছি, নভেম্বরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, আমরা এটা চিন্তাই করি না যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। এটি অভ্যুত্থানের একটি অপরিহার্য ডিমান্ড। এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। সর্বশেষ ঐক্যমত কমিশনের মিটিংয়ে আমরা এই বিষয়ে পজিটিভ আভাস পাচ্ছি।
এনসিপির এই নেতা বলেন, আশা করি, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে যাব। আমরা বিশ্বাস করি, নির্বাচন এবং জুলাই সনদ পরস্পরের মুখোমুখি দাঁড়াবে না।
দলটির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ স্থানীয় নেতাকর্মীরা।