ম্যাচিওর রাজনীতি শিখুন: ইশরাককে সরাসরি বললেন সারজিস!
রাজনৈতিক উত্তেজনারাজনৈতিক সংলাপে আবেগপ্রবণ বক্তব্যের জেরে ইশরাক হোসেনকে সরাসরি সাবধান করলেন জাতীয় ঐকমত্য কমিশনের মুখপাত্র সারজিস হোসেইন। তিনি বলেন, ‘ম্যাচিওর রাজনীতি শিখুন, দয়া করে দায়িত্বশীল থাকুন।’ আলোচনার টেবিলে কূটনৈতিক ভদ্রতা ও সমঝোতার বার্তা দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এতে সভা কিছুক্ষণের জন্য থমকে যায়, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।