আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছে; প্রতিক্রিয়ায় বিএনপি বলছে, শেখ হাসিনার জিঘাংসার শিকার হয়েছিলেন তারেক।
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২:৪৯
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে দাবি করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মামলার আপিল বিভাগের রায় ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়া জানান। এদিন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখে এবং মামলাটির নতুন তদন্তের পর্যবেক্ষণও বাদ দেয়।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাননি। তারেক রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল জিঘাংসা থেকে।”
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই ঘটনায় আওয়ামী লীগ নেতা আইভী রহমানসহ ২৪ জন নিহত হন এবং তিন শতাধিক আহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।