রাজনৈতিক স্থিতিশীলতার মাঝেই সন্দেহজনক মিটিং, নজরে গোয়েন্দা সংস্থাগুলো
প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১২:৪৭:৫০
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন বৈঠকে কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তা তদন্ত শেষে স্পষ্ট করে বলা সম্ভব হবে। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন ও প্রশাসনকে সহযোগিতা করেন, তবে পরিস্থিতি আরও উন্নত হবে। আওয়ামী লীগের গোপন বৈঠকে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তার সম্পৃক্ততা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”
পরে উপদেষ্টা রায়েরবাজার কবরস্থানে যান এবং গত বছরের জুলাইয়ের আন্দোলনে নিহত শহীদদের গণকবর পরিদর্শন করেন। সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং সাংবাদিকদের জানান, এই গণকবরে অনেক শহীদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আগে অনেক স্বজনই লাশ উত্তোলনের ব্যাপারে আগ্রহ দেখাননি, তবে এখন কেউ চাইলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের ব্যবস্থা করা হবে। কেউ লাশ নিতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, এই গণকবরে অন্তত ১১৪ জন শহীদের মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এলাকাবাসী প্রতিবাদে নেমেছেন। মাদক ব্যবসা, অবৈধ দখল ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে স্থানীয়রা চরম ভোগান্তির মুখে পড়েছেন এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।