দায়িত্বশীল অবস্থানে থেকেও নীরব উপদেষ্টা মহল, সেনাবাহিনীর মানবিক ভূমিকার প্রশংসা
প্রকাশিত : ২৭ জুলাই ২০২৫, ১২:০৮:২৭
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসা, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার উজ জামানের ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
রবিবার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম বলেন, "কিছু আনপপুলার তথ্য রয়েছে, যা সামনে আনা প্রয়োজন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রতিটি শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন আহতদের দেখতে। এমন ধারাবাহিকতা কোনো উপদেষ্টার পক্ষ থেকে দেখা যায়নি। বরং সব উপদেষ্টার মোট ভিজিট একত্র করলেও এর চেয়ে কম হবে।"
তিনি উল্লেখ করেন, "সবচেয়ে গুরুতর আহতদের জন্য সর্বোচ্চ মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করা হয়েছে ঢাকা সিএমএইচে। চিকিৎসা ব্যয়ের দিক থেকেও ব্যক্তিপর্যায়ে সবচেয়ে বেশি ব্যয় বহন করেছে সেনাবাহিনী।" ফেসবুক পোস্টে সারজিস আলম আরও দাবি করেন, "আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান। প্রতিষ্ঠান হিসেবে তাদের ভূমিকাই ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ, যদি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকেও ধরা হয়।"
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় বহু নাগরিক আহত হন এবং প্রাণ হারান কয়েকজন। আহতদের একটি বড় অংশ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।