বাংলাদেশপন্থী প্রতিটি দলের ভালো কাজে পাশে আছি, খারাপ কাজে নই।
প্রকাশিত : ১৯ জুলাই ২০২৫, ১০:৫৬:৪৫
১। অনেকে বলেন, আপনি নিরপেক্ষতার মুখোশ পড়ে থাকেন। আন্সার হচ্ছেঃ না, আমি নিরপেক্ষ না, খালেদা জিয়ার প্রচন্ড রিয়েলিস্টিক আলাপ আছে এই ব্যাপারে। কোন রিজিড পজিশনে না থেকে, আমি বিএনপি, এনসিপি, গণসংহতি, কওমী দলসহ সকল ডান-বাম-মধ্যম বাংলাদেশপন্থী দল, মোর অর লেস সবার ওয়েল উইশার। এদের ভালো কাজে আছি, খারাপ কাজে নাই। ফার্স্টলি, বিএনপির আলাপ, প্রক্সিমিটির ক্যালকুলেশনে আমি যাদের সবচেয়ে কাছে। বিএনপি যখন ম্যাচিউর্ড পজিশন নেয় তার পক্ষে আছি, কিন্তু চান্দাবাজি-অন্তর্দ্বন্দ্বে খুনাখুনি এসবের পক্ষে নাই। একই কথা এনসিপির ক্ষেত্রেও। অন্যদলের ক্ষেত্রেও।
কিন্তু আমি একই সাথে জামাতের ভালো কাজেও নাই, খারাপ কাজেও নাই। সাফ বললে, আমি জামাতের ভালো চাই না। এইসব নিরপেক্ষতার ভংচং ধরা আমার পক্ষে সম্ভব না।
২। গণতন্ত্রের সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে ভিন্নমত, ভিন্নমতে অনেক কিছু শেখা যায়, জানা যায়, বোঝা যায়। নীরেন্দ্র চক্রবর্তীর "বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়, বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে" পাঞ্চলাইনটা আমার আজীবন বায়ো, এটাই থাকবে প্রবেবলি ইনশাল্লাহ। আপনি যেই দলের/মতের/ঘরানার হন না কেন, আপনার যে কোন সম্মানজনক প্রশ্নকে স্বাগতম। কেবলমাত্র প্রশ্ন করার জন্য/দ্বিমত করার জন্য আপনাকে অসম্মান করা হলে সেইটার প্রটেস্ট আমি সাধ্যমতন করবো। আমার অনেক কিছুই অজানা, অনেক কম জানি, আপনার দ্বিমত আর ভিন্নমত আমার নতুন কিছু শেখার রাস্তা।
কিন্তু জামাতিরা আমার সাথে ভিন্নমত কেন, সহমতও প্রদর্শন করবেন না। তাতে করে কেউ যদি গদাম খান, তার জন্য আমাকে দোষী করবেন না।
লাস্ট কিছুদিন অহেতুক তর্কাতর্কি করে অনেক এনার্জি খরচ করেছি, আর ক্ষতি করতে ইচ্ছুক না। সেই কারণে এই ডিসক্লেইমার দিয়ে রাখলাম। এইটা পিনপোস্ট থাকবে প্রবেবলি।
শুভকামনা সবার* জন্য।
তাশরীক হাসান ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত