নিরপেক্ষতার মুখোশ নয়, স্পষ্ট অবস্থানেই আমার বিশ্বাস
বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতায় অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনি কি নিরপেক্ষ? এক কথায় উত্তর, না, আমি নিরপেক্ষ না। তবে নিরপেক্ষতার মুখোশ পরে সুবিধাবাদী অবস্থানে থাকার পক্ষেও না। আমার অবস্থান পরিস্কার বাংলাদেশপন্থী প্রতিটি দলের ভালো কাজে পাশে আছি, খারাপ কাজে নই।